দূরন্ত জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ইতালি। লিচেনস্টাইনকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন; আর ইসরাইলের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ইতালি।
এস্তাদিও মিউনিসিপাল রেইনো ডি লিওনে খেলার ১০ মিনিটে লিচেনস্টাইনের জালে গোল উৎসবের সূচনা করেন ডিয়াগো কস্তা। পরে যোগ করেন আরো একটি। সঙ্গে ডেভিড সিলভা ও আলভারো মোরাতার জোড়া গোল এবং সার্জিও রবার্তো ও ভিতোলোর গোল বড় জয় এনে দেয় ‘লা রোজা’দের।
এদিকে, হাইফার স্যামি অফের স্টেডিয়ামে খেলার ১৪ মিনিটে গ্রাজিয়ানো পেল্লের গোলে লিড নেয় ইতালি। ৩১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্তনিও ক্যানদ্রেভা। ৩৫ মিনিটে বেন হেইম ইসরাইলের হয়ে ব্যবধান কমালেও ৮৩ মিনিটে কিরো ইমোবিলের সুবাদে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আজ্জুরিরা।
ডিএইচ/